| |
               

মূল পাতা জাতীয় বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচ জামাত; প্রথমটি সকাল ৭টায়


বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচ জামাত; প্রথমটি সকাল ৭টায়


রহমত নিউজ     03 June, 2025     07:59 PM    


সারাদেশে আগামী শনিবার (৭ জুন) উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। প্রতিবারের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। 

প্রথম জামাত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামায়াত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ জুন) ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ৬ জুন সেই দেশে কোরবানির ঈদ উদযাপন হবে। তার আগের দিন ৫ জুন হবে হজ।